সাগরে গোসলের সময় ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু: কক্সবাজার সমুদ্র সৈকতে আরও এক প্রাণহানি — Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার সমুদ্র সৈকতে ৯ দিনের মধ্যে আবারও সাগর ডুবে প্রাণহানি ঘটল। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে শৈবাল পয়েন্টে আটম শ্রেণীর ছাত্র রাইয়ান নূর আবু সামিম সাগরে গোসল করার সময় পানিতে ডুবে মারা যান। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং বৈদ্যঘোনা এলাকার মোঃ ইসমাইলের পুত্র। রাইয়ান খেলাধুলার জন্য সৈকতে গিয়েছিলেন, খেলা শেষে সবার সঙ্গে সাগরে নামেন। এসময় পানিতে ডুবে যান। আশেপাশের পোনা আহরণকারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজর মোহাম্মদ ওসমান জানান, শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ এবং সেখানে লাইফ গার্ড সদস্যও নেই। সেই কারণে এ জায়গায় গোসল না করার ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “নির্দেশনা উপেক্ষা করায় এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। অনেকেই সাগরে নেমে নিজের ঝুঁকি নিচ্ছে।”

এই দুঃখজনক ঘটনার মাধ্যমে আবারো কক্সবাজার সমুদ্র সৈকতে সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব উজ্জ্বল হয়েছে।

Post a Comment

0 Comments