পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন ও আয়ান পরিবহনের দুটি শীতাতপনিয়ন্ত্রিত বাস একে অপরকে টপকাতে পাল্লা দিয়ে চলছিল। এ সময় সেন্টমার্টিন পরিবহনের বাসটি একটি বাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী চট্টগ্রামগামী লেনে উঠে পড়ে। ফলে সেই লেনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তখনই পেছন থেকে আসা আয়ান পরিবহনের বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এই দুটি যানবাহনকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় অন্তত তিনজন যাত্রীর মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এখন পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, “দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। চালক ও সহকারীদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।”
দুর্ঘটনাপ্রবণ এলাকা:
স্থানীয়দের অভিযোগ, হারবাং স্টেশন এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। অতিরিক্ত গতি, ওভারটেকের প্রতিযোগিতা ও চালকদের বেপরোয়া মনোভাব এসব দুর্ঘটনার মূল কারণ। গত ৩ জুলাই রাতেও এই এলাকায় বাস খাদে পড়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিলেন।
0 Comments