মিজানুর রহমান, রামু: কক্সবাজারের রামুতে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রামু উপজেলা পরিষদের হিমছড়ি কনভেনশন হলে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন। বক্তব্য রাখেন ইউএনও রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় ওয়াটার ফর কমিউনিটি রিজিলিয়েন্স এন্ড প্রোটেকশন (WCRP) প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়, যার লক্ষ্য স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা।
0 Comments