চকরিয়ায় চাঞ্চল্য: কন্যাশিশু সহ আপন চাচিকে নিয়ে পালালো ভাতিজা! | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা—নিজের আপন চাচিকে শিশু কন্যাসহ নিয়ে পালিয়েছে ভাতিজা!
ঘটনাটি ঘটেছে ২০ জুলাই (রবিবার) সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুছা পাড়া এলাকায়, যা ইতোমধ্যে গোটা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

প্রবাসী ভাই রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার স্বজন মোহাম্মদ আজিজ। তিনি জানান, “তিন বছর ধরে এলির সঙ্গে আমার ভাতিজা আরিফুল ইসলামের পরকীয়া চলছিল। এমনকি একবার আপত্তিকর অবস্থায় তাদের ধরা হয়েছিল, তখন সামাজিকভাবে বিচারও হয়। কিন্তু রোববার তারা মেয়েসহ পালিয়ে গেছে।”

ভিকটিম পরিবার জানায়, রবিউল দীর্ঘদিন ধরে প্রবাসে। এই সুযোগে চাচি-ভাতিজার এই অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এলির একমাত্র কন্যা সন্তান রয়েছে, তাকেও সঙ্গে নিয়েই পালিয়েছেন তারা।

জান্নাতুল মাওয়া এলি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকার মাহবুব আলমের মেয়ে। তিনি বহু বছর আগে পারিবারিকভাবে বিয়ে হন রবিউলের সঙ্গে।

এখন স্থানীয়দের দাবি—এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিশু কন্যার নিরাপত্তা নিশ্চিত করা হোক। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বিষয়টি বড় সামাজিক সংকটে পরিণত হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments