“চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকালে, সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে।”
তিনি দাবি করেন,
“দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন, আর সেই সত্যের জন্যই তাদের ওপর নেমে এসেছে দমন-পীড়ন। বাঁশখালীতে দলের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।”
নাহিদ হুঁশিয়ার করে বলেন,
“গণ-অভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই—আজও একই কথা বলছি।”
তিনি অভিযোগ করেন,
চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে না তুলে বরং অবহেলা ও লুটপাটের শিকার করা হয়েছে। তিনি বলেন,
“এই ঐতিহাসিক শহর আজও বেহাল। এনসিপি চায় চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে।”
এনসিপির সমাবেশ ঘিরে নগরের নিরাপত্তা জোরদার করা হয়। নেতারা যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়, যা থেকে অনুমান করা যায় পরিস্থিতি কতটা স্পর্শকাতর।
বিশ্লেষকরা বলছেন, নাসির পাটোয়ারীর সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য এবং কক্সবাজারে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এনসিপির এই শক্ত বার্তা রাজনৈতিক অঙ্গনে বড় সাড়া ফেলেছে।
0 Comments