চেতনানাশক মিশিয়ে মা-মেয়েকে ধর্ষণ: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই হাবিব গ্রেফতার

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও কিশোরী মেয়েকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের জঘন্য ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলেন—হাবিব উল্লাহ (৫০), পিতা ছৈয়দ হোসেন এবং হাবিব উল্লাহ (১৯), পিতা মোহাম্মদ হোসেন। উভয়েই ওই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা।

এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগী মা ও মেয়েকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায়। পরে তারা অচেতন হয়ে পড়লে, দুই হাবিব পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে জ্ঞান ফিরে আসলে মা ও মেয়ে তাদের পরিবার ও প্রশাসনকে ঘটনাটি জানায়। এরপর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন,

> “অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ভুক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনাটি আবারও রোহিঙ্গা ক্যাম্পগুলোর নাজুক নিরাপত্তা পরিস্থিতি এবং অসংরক্ষিত নারীদের ঝুঁকিপূর্ণ অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।

Post a Comment

0 Comments