কক্সবাজারের রহিম সিকদার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি ও কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারকে জামায়াত নেতার হাতে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই ঘটনার বিচার দাবিতে তারা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। স্লোগানগুলোতে উঠে আসে— "রহিম হত্যার বিচার চাই", "আইনশৃঙ্খলার অবনতি মেনে নেওয়া যাবে না", "আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে" ইত্যাদি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, "রহিম উদ্দিন সিকদারকে জামায়াতের ঘাতক বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার দ্রুত বিচার চাই।"

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "১৬ জুলাই আমাদের জন্য ঐতিহাসিক। গত বছরের এই দিনে শহীদ আবু সাইদ ও ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন। অথচ আজও আমাদেরকে স্বৈরাচার ও ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে।"

বক্তারা আরও অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। একইসাথে তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় ইন্টেরিম সরকারের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্রদল নেতারা সমাবেশে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ একটি সরকারের আর ক্ষমতায় থাকার ন্যায্যতা নেই।

Post a Comment

0 Comments