কালবেলার লোগো জাল করে ভুয়া ফটোকার্ড প্রচার: আসিফ, হাসনাত ও সারজিসকে জড়িয়ে অপপ্রচার

সিবি ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় দৈনিক কালবেলার লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার ঘটনা ফাঁস হয়েছে। এসব কার্ডে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম–এর নামে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ছাত্র বিক্ষোভ নিয়ে কথিত হুশিয়ারি দেওয়া হয়েছে।

তথ্য যাচাইকারী সংস্থা বুম বাংলাদেশ নিশ্চিত করেছে, ফেসবুকে ছড়ানো আলোচিত তিনটি ফটোকার্ড সম্পূর্ণ নকল এবং এসব কালবেলার তৈরি নয়।

মূলত ২২ জুলাই 'মোহাম্মদ সৌরভ হোসেন' নামের একটি আইডি থেকে এই তিনটি ফটোকার্ড শেয়ার করে লেখা হয়:

> “প্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা কথাগুলো মন দিয়ে শুনুন... এবার মাইলস্টোন শিক্ষার্থীদের হুশিয়ারি দিলেন হাসনাত... এবার কি বুঝলেন?”



এছাড়া, আসিফ মাহমুদ ও সারজিস আলমের নামেও মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য জুড়ে দেওয়া হয়। বলা হয়,

> “শিক্ষার্থীরা ঘরে না ফিরে গেলে কঠোরভাবে দমন করবে সরকার – আসিফ মাহমুদ”
“২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বললেন সারজিস”



এই সব বক্তব্য সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট, যা মূলত শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি।

জাতীয় দৈনিক কালবেলা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একই দিন (২২ জুলাই) একটি বিবৃতি দিয়ে এই ফটোকার্ডগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়,

> “দৃষ্টি আকর্ষণ... কালবেলার ফটোকার্ড নকল করে আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ছবি দিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো হচ্ছে। এগুলো আমাদের তৈরি নয়।”



এছাড়া কালবেলা অনুরোধ করেছে, যে সকল আইডি বা পেজ এসব ভুয়া কনটেন্ট ছড়াচ্ছে, সেগুলোর লিংক তাদের পোস্টের কমেন্টে জানাতে— যেন তারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারে।

সুতরাং এটি পরিষ্কার যে, কালবেলার লোগো ব্যবহার করে তৈরি ভুয়া ফটোকার্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা তথ্যগতভাবে অসত্য, গুজব এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর শামিল।

Post a Comment

0 Comments