জেল-জুলুমের মাঝেও এলএলবিতে সাফল্য ছাত্রদল নেতা ফাহিমুর রহমান ফাহিমের!

সিবি ডেক্স: কক্সবাজার আইন কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে লেখেন,

> “আলহামদুলিল্লাহ! কক্সবাজার আইন কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষায় পাশ করেছি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যেই আমার শিক্ষা জীবন কেটেছে।”

তিনি উল্লেখ করেন, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকাকালে তাকে বারবার মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। জেল-জুলুম, নির্যাতন এবং হাজিরা দিতে দিতে তার শিক্ষাজীবন হয়ে ওঠে চরম চ্যালেঞ্জিং। ক্লাস ও পরীক্ষার দিনেও তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে বলে জানান তিনি।

তবুও তিনি থেমে যাননি। নিজের স্ট্যাটাসে লেখেন, “সীমাহীন বাধা-বিপত্তি ও চাপের মধ্যেও আমি হার মানিনি। কারণ আত্মবিশ্বাস ছিলো, প্রেরণা ছিলো আর সর্বোপরি ছিলো মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস।”

তিনি এই অর্জনের পেছনে মহান আল্লাহর অশেষ রহমত, তার প্রয়াত পিতা-মাতার দোয়া, পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের ভালোবাসা ও সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তার এই অদম্য সাফল্য রাজনীতি ও শিক্ষাকে একসাথে এগিয়ে নেওয়ার উদাহরণ হিসেবে ছাত্রসমাজের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনেকেই।

Post a Comment

0 Comments