সবুজ পৃথিবীর আহ্বান - বাঁশখালীতে মইনীয়া যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি | Coxsbazar Bulletin

প্রেস বিজ্ঞপ্তি: “গাছ লাগান, পরিবেশ বাঁচান" ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিন একটি সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে অনুষ্ঠিত হলো মইনীয়া যুব ফোরাম বাঁশখালী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ বিপর্যয়ের বিপরীতে এক সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আয়োজিত এই মহতী উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া সাইফীয়া নূর মোহাম্মদীয় মডেল মাদ্রাসার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত আলী চৌধুরী, যিনি গাছকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হিসেবে আখ্যা দেন।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতিকুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইফতিখারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আনিসুল ইসলাম, যিনি যুব সমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, “এই তরুণরাই আগামী দিনের আশার আলো।”

অন্যান্য বক্তাদের মধ্যে সাবেক সভাপতি নাঈম উদ্দিন হাসান বলেন, “বাঁশখালীর প্রতিটি তরুণ গাছ লাগাক, গড়ুক একটি সবুজ ভবিষ্যৎ।”

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন এবং অসংখ্য সদস্য ও শুভানুধ্যায়ী।

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনের এই ধরনের ভূমিকা প্রমাণ করে, সবুজ বিপ্লব কেবল সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও নৈতিক দায়িত্ব। মইনীয়া যুব ফোরামের এ উদ্যোগ আগামীর সংগঠনগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।

Post a Comment

0 Comments