উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত ১৯, আহত ৬০ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।

বিমান বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দেয়। বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

আহতদের মধ্যে অনেককে জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সেখানে ৬৫ জনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে যাদের অনেকের শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৫ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

Post a Comment

0 Comments