“উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে আগাম সতর্কবার্তা?”—ভাইরাল পোস্টটি গুজব নাকি ভবিষ্যদ্বাণী? | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: রাজধানীর উত্তরা এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭০ জনের বেশি। দেশব্যাপী শোকের ছায়া নেমে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি রহস্যময় পোস্ট—যা একদিন আগেই দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিল বলে দাবি করা হচ্ছে।

🔍 কি বলা হয়েছিল সেই পোস্টে?
২০ জুলাই (রোববার) ভেরিফায়েড ফেসবুক পেজ ‘অ্যানোনিমাস মেইন পেজ’ থেকে দেওয়া হয় একটি সতর্কবার্তা:

> “একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে... এটি ঘটবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাবে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।”

📹 বিমান দুর্ঘটনার পর আরও পোস্ট
২১ জুলাই (সোমবার) দুর্ঘটনার পর ওই পেজ থেকে বাংলাদেশে বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে দাবি করা হয়:

> “আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা দিই, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। ফলে মানুষ প্রাণ হারায়—এটি লজ্জাজনক।”

⚠️ বিশেষজ্ঞদের মত:
এই নিয়ে সতর্কতা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল জাবির। তিনি বলেন—

> “এই পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ। তারা ভবনের ত্রুটি ও ধসের কথা বলে, আর দুর্ঘটনা ঘটলে তাকে মিলিয়ে গুজব ছড়ায়। এদের মূল লক্ষ্য হলো আতঙ্ক সৃষ্টি ও ফলোয়ার বাড়ানো।”

তিনি আরও জানান, পেজটির আইপি ট্রেস করে দেখা গেছে এটি আফ্রিকা থেকে পরিচালিত।

এসব পোস্টে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

🌐 পেজটির অ্যাবাউট সেকশন অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয়। তবে তাদের পরিচয় কখনো প্রকাশ করা হয় না।

📢 জনসচেতনতা জরুরি:
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুজব ছড়ানো ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন, এবং এসব পেজ থেকে অতিসতর্ক থাকাই এখন সময়ের দাবি।

Post a Comment

0 Comments