জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যুর হারে ঊর্ধ্বগতি, একদিনে প্রাণ হারাল ৪ জন

সিবি ডেক্স: দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন রোগী। এতে জুলাই মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ জনে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৯ জনের, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরীতে ৯০ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগের শহরের বাইরের এলাকায় ৫৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন। সিলেট ও খুলনা বিভাগে কোনো নতুন রোগী পাওয়া যায়নি।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বছরের প্রথম চার মাসে ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম ছিল—জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে ৭ জন এবং এপ্রিলে ৩ জন মারা যান। তবে জুন মাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ জনে। জুলাইয়ে মাত্র ২৩ দিনেই মৃত্যু হয়েছে ২৭ জনের, যা এই মাসের ভয়াবহতা তুলে ধরে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন। বরিশাল বিভাগ সর্বাধিক আক্রান্ত—এখানে রোগী ৭ হাজার ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩৮৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ করছে। তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

চলতি বছরের প্রবণতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হয়।

Post a Comment

0 Comments