সচিবালয়ে হামলা: চার শিক্ষার্থী কারাগারে, অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সিবি ডেক্স: বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সরকারি সম্পদ ক্ষতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামিরা হলেন আশিকুর রহমান তানভীর (১৯), জেফরী অভিষেক সিকদার (২১), আবু সফিয়ান (২১) এবং মো. শাকিল মিয়া (১৯)। এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহমুদুল হাসান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন খান ও তাহমিনা আক্তার লিজা জামিন আবেদন করেন, যার বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। শুনানি শেষে আদালত চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া এক দুর্ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে “মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়” কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মার্চ করলেও পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।

অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মূল ফটকে গিয়ে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে অনেকেই গুরুতর আহত হন। সেই সঙ্গে সরকারি গাড়ি ভাঙচুর, ভয়ভীতি এবং হুমকির ঘটনাও ঘটে।

মঙ্গলবার সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ শাহবাগ থানায় এই ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্কতা আরও বাড়ানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

Post a Comment

0 Comments