উখিয়া কলেজে প্রথম সমাবর্তনের আয়োজন

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অনার্স চালুর পর সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতেই এ উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ প্রশাসন জানায়, সমাবর্তনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস এখন প্রস্তুতিমূলক কর্মযজ্ঞে ব্যস্ত। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

কলেজ মাঠ সাজানো হবে সমাবর্তনের জন্য নির্ধারিত মঞ্চ, গ্রাজুয়েশন কর্নার এবং আলাদা ফটো জোন দিয়ে। গ্র্যাজুয়েটদের জন্য থাকবে বিশেষ গাউন ও টুপি, আর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেয়া হবে।

উখিয়া কলেজের অধ্যক্ষ বলেন, “এই সমাবর্তন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি শিক্ষার্থীদের পরিশ্রম, স্বপ্ন ও সাফল্যের উৎসব। তাদের এই অর্জনকে আমরা স্মরণীয় করতে চাই।”

খুব শিগগিরই তারিখ, সময় ও বিস্তারিত কার্যক্রম কলেজের নোটিশ বোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেয়া হবে। ইতোমধ্যে উত্তীর্ণ গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরু হয়েছে।

খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তাদের মতে, এই সমাবর্তন জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত এবং উখিয়া অঞ্চলে উচ্চশিক্ষার বিকাশে উখিয়া কলেজের এই আয়োজন একটি নতুন অধ্যায় উন্মোচন করবে।

Post a Comment

0 Comments