জেদ্দায় ঈদগড় প্রবাসী যুবদলের আলোচনা সভা

মিজানুর রহমান, রামু: সৌদি আরবের জেদ্দাস্থ বাহারায় ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ঈদগড় ইউনিয়নের প্রায় ৫০০ জন গরীব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সামসুল আলম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাব উদ্দীন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈদগড় সৌদি প্রবাসী যুবদলের সভাপতি জামশেদ খান এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সহ–সভাপতি আমিন উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক তবিউল আলম অনিক এবং অর্থ সম্পাদক রবিউল আলমসহ সংগঠনের প্রায় সব সদস্য।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট ধানের শীষের পক্ষে নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ঈদগড়ের অসহায় মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের উদ্যোগকে সব বক্তাই স্বাগত জানান।

সহ-সভাপতি আমিন উল্লাহ্ কক্সবাজার বুলেটিনকে বলেন, ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই। তিনি দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে মাঠে কাজ করতে হবে।

Post a Comment

0 Comments