জোটে ক্ষোভ, বিএনপি দিল ২৭২ প্রার্থী

তিনশ’ আসনের মধ্যে ২৭২টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি; বাকি রয়েছে মাত্র ২৮টি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় পর্যায়ের ৩৬ জনের নাম তালিকা ঘোষণা করেন। এর আগে ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। ঘোষণার একদিন পর মাদারীপুর–১ আসনের প্রার্থীর নাম স্থগিত করে দলটি।

তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই যুগপৎ আন্দোলনে থাকা জোট শরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি—যেসব আসনে শরিক জোটের প্রভাবশালী প্রার্থীর নাম আসার কথা ছিল, সেই সব আসনে বিএনপি নিজ দলের প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনপূর্ব সমন্বয়ের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলেও অভিযোগ তুলছেন তারা।

১২ দলীয় জোটের মুখপাত্র এবং এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যৌথভাবে রাজপথে থেকেছি, জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ আসনগুলোতে আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।”

জোটভুক্ত নেতারা মনে করছেন, বিএনপি শরিকদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ফলে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে অসন্তোষ আরও তীব্র হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

Post a Comment

0 Comments