নৈতিক শিক্ষায় দৃঢ় অঙ্গীকারে ঈদগাঁও সভা

নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। তাদের মতে, নৈতিক শিক্ষায় সমৃদ্ধ ব্যক্তি কখনো বিভ্রান্ত হয় না, দেশ ও সমাজবিরোধী কর্মকাণ্ডেও জড়ায় না; বরং দেশের অগ্রযাত্রায় নিজেকে উৎসর্গ করে।

শনিবার (২৯ নভেম্বর) ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে এসব মতামত তুলে ধরেন অতিথিরা। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের এখন থেকেই মনোযোগী হতে হবে নিজ নিজ ক্যারিয়ার গড়ে তোলায়। নৈতিকতা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত না হতে পারলে শিক্ষার্থীরা সমাজের বোঝায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন একাডেমিক নির্বাহী প্রধান উপদেষ্টা ও পটিয়া পিটিআই-এর সাবেক সুপার শামসুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার ফরিদুল আলম, দীপশিখা গার্লস স্কুলের সহকারী শিক্ষক সেলিম উল্লাহ ওয়াহেদী, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বিএসসি, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক এবং একাডেমিক কমিটির সভাপতি মনছুর আলম।

প্রধান শিক্ষক নুর মোস্তফা কামাল সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, পরিচালক নুরুল আজিম, পরিচালক হাফেজ আবছার কামাল, নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং অভিভাবকরা।

শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম। এ সময় আইডিয়াল ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী শাওরিন বিনতে মনিরকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ তারেক, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজী দে। ইসলামী সংগীত পরিবেশন করে সাকরা জান্নাত মীম, কবিতা আবৃত্তি করেন শাওরিন বিনতে মনির, দেশাত্মবোধক গান পরিবেশন করেন আকলিমা জান্নাত। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথোপকথনে অংশ নেয় আরিয়াম এবং শাওরিন বিনতে মনির।

সমাপনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন প্রধান অতিথি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের আশ্বাস দেন।

Post a Comment

0 Comments