ঈদগাঁওয়ে স্কুলে দেড়শ বেঞ্চ বিতরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকালে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মানের দেড়শতাধিক জোড়া বেঞ্চ বিতরন করেন।

উক্ত সামগ্রী বিতরনকালে উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল্ মঈন শাহরিয়ার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, ঈদগাহ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা সুপার মৌলানা মনছুর আলম ও পোকখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত বহুল আলোচিত সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার বদলী পরবর্তী গত ১ ডিসেম্বর মীর কামরুজ্জামান কবির দায়ীত্বভার গ্রহণ করেন। উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ নবাগত অভিভাবকের নিকট শিক্ষা বান্ধব সেবা প্রত্যাশা করেন।

Post a Comment

0 Comments