এরশাদ–হাসিনা একই চরিত্র: রিজভী

এরশাদ ও শেখ হাসিনার রাজনৈতিক চরিত্রে কোনো মৌলিক পার্থক্য ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, দুই শাসকই প্রকাশ্য রাজনৈতিক বিরোধিতা দেখালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে একে–অপরের সঙ্গে আপস করেছেন এবং গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছেন। তার দাবি, উভয় আমলেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে ইকোনোমিক্স নয়, চলেছে ‘হাসিনোমিক্স’। ব্যাংকঋণ খেলাপিকে উৎসাহ দেওয়া হয়েছিল এমন নীতির মাধ্যমে—ঋণ ফেরত না দিলেও পুনরায় নতুন ঋণ পাওয়া গেছে।” তার বক্তব্য অনুযায়ী, দেশ এখন সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝায় জর্জরিত।

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থনীতিকে সংকট থেকে টেনে তুলতে শক্ত সিদ্ধান্ত প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিলেও বাস্তবে কর্মসংস্থান সংকট ও বেকারত্ব আরও বেড়েছে, যা সমাধানের তাগিদ দেন তিনি।

সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতি প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া জানান রিজভী। তিনি প্রশ্ন তোলেন—“দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হলো কীভাবে?” তার দাবি, ভল্টে আরও স্বর্ণ থাকার ব্যাপারে নানা আলোচনা চলছে, এবং এসবের সঙ্গে প্রভাবশালী কোনো মহলের সংশ্লিষ্টতা আছে কি না, তা শিগগিরই প্রকাশ পেতে পারে।

Post a Comment

0 Comments