কক্সবাজার বিচার বিভাগে রেকর্ড পদায়ন

কক্সবাজার বিচার বিভাগে একদিনে রেকর্ডসংখ্যক ২১ জন বিচারককে পদোন্নতি, বদলি ও নতুন করে নিয়োগ দিয়েছে আইন ও বিচার বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) বিচার শাখা–৩ এর পৃথক ৯টি প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, কক্সবাজারের বিচার ইতিহাসে এটি প্রথম এমন বড় পরিসরের একদিনের রদবদল।

বদলিকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি, যিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রাম শ্রম আদালত–১ এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পর্যায়ের একাধিক কর্মকর্তা কক্সবাজারেই উন্নীত পদে নতুন দায়িত্ব পেয়েছেন। এরমধ্যে রয়েছেন—

মো. রবিউল আলম: শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক

কাজী সহিদুল ইসলাম: ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক

মো. আবু হানিফ: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক

মামুনুর রশিদ: পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক

রোকেয়া আক্তার: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক

আবদুল কাদের: চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৬

নিশাত সুলতানা: রাঙ্গামাটি শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক


এদিকে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন—কে বদলি করে হবিগঞ্জের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কুমিল্লা বিদ্যুৎ বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম।

একই সঙ্গে কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন—
রশিদ আহমদ মিলন, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আমিরুল হায়দার চৌধুরী, সাইয়েদ মাহবুবুল আলম, মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এবং মোহাম্মদ হারুন অর রশিদ।

সিনিয়র সিভিল জজ পর্যায় থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ হয়েছেন—
মৈত্রী ভট্টাচার্য, মোহাম্মদ ইকবাল হোসেন এবং আইন বিভাগের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল)।

এ ছাড়া পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন—

সেঁজুতি জান্নাত: চট্টগ্রাম অর্থঋণ আদালত

আনোয়ারুল কবির: সিলেট বিদ্যুৎ বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট

হামিমুন তানজিন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট


প্রজ্ঞাপনে বলা হয়েছে—সব কর্মকর্তাকে ২৭ নভেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

Post a Comment

0 Comments