“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ২৬ নভেম্বর সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে রয়েছে প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন ও কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচারণা, বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প, স্কুল ফিডিং, তারুণ্যের ভাবনা নিয়ে বিশেষ আলোচনা এবং সমাপনী অনুষ্ঠান। উদ্বোধনের পর একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলগুলোতে গবাদিপশু, হাঁস-মুরগি, কোয়েল, দুধ ও ডিমজাত পণ্য, ওষুধ, খড় কাটার মেশিন, ঘাস এবং অন্যান্য আধুনিক কৃষি–প্রযুক্তির প্রদর্শনী ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। উদ্যোক্তারা জানান, এমন আয়োজন উৎপাদন, বাজারজাতকরণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা বাড়ায়; রামুর প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে এটি সহায়ক হবে।
বিকেলে বাঁকখালী অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও এরফানুল হক চৌধুরী। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা, সাংবাদিক ও খামারিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
ডেইরি, পোল্ট্রি এবং প্রযুক্তি–প্রাণীজাত দ্রব্য ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেন যথাক্রমে খামারি কফিল উদ্দিন, তাহের পোল্ট্রি ফার্ম এবং নিউ মুসলিম সুইটস।
সপ্তাহব্যাপী এ আয়োজনে রামুর খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ নতুন প্রযুক্তি, সেবা এবং উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পেয়েছেন। দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সমন্বিত উন্নয়ন—এই তিন লক্ষ্য বাস্তবায়নে রামুর প্রাণিসম্পদ খাত আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
0 Comments