টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা আবারও চোখে পড়ল চট্টগ্রামে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। একপাশে দাঁড়িয়ে লড়াই করেছেন তাওহিদ হৃদয়, কিন্তু অন্যদের ব্যর্থতায় ৩৯ রানের হার এড়ানো সম্ভব হয়নি।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। দারুণ ইনিংস খেলেন হ্যারি টেক্টর—মাত্র ৪৫ বলে অপরাজিত ৬৯ রান। শুরুতে পল স্টার্লিং (২১) ও টিম টেক্টরের (৩২) ওপেনিং জুটি দলকে এগিয়ে দেয়। শেষে ক্যাম্পার (১৭ বলে ২৪) ও ডকরেল (৭ বলে ১২*) রান বাড়িয়ে বড় সংগ্রহ গড়ে দেন।
জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়তে সময় লাগেনি বাংলাদেশ দলের। ইনিংসের তৃতীয় বলেই তানজিদ তামিম ফিরে যাওয়ার পর পরপরই লিটন দাস (১), পারভেজ ইমন (১) ও সাইফ হাসান (৬) ফিরলে মাত্র ১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এই ধাক্কা সামাল দিতে লড়াই করেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ৪৮ রানের জুটিতে কিছুটা আশা জাগালেও ২০ রান করে জাকের ফিরে গেলে আবার ধস নামে। তানজিম সাকিব ও রিশাদদের দ্রুত বিদায়ের পরও হৃদয় একাই প্রতিরোধ গড়েন। ৩৪ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত ৫০ বলে ৮৩ রান করেন তিনি—যা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই বদলাতে পারেনি।
মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কোনো বোলারই আইরিশ ব্যাটারদের চাপে ফেলতে পারেননি। ব্যাটিং ব্যর্থতা এবং শুরুর ধাক্কা সামাল দিতে না পারাই এই হারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
0 Comments