মহেশখালী পাহাড়ে আগ্নেয়াস্ত্র কারখানা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারসহ একজন অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই পাহাড়ি এলাকায় গোপনে স্থাপিত আগ্নেয়াস্ত্র তৈরির আস্তানায় মিলিয়ে ২টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরির একজন কারিগরকে আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্র-সরঞ্জাম ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ড নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments