কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার উপজেলা শহরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, জাহিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা মতলেবুর রহমান, আতাউর রহমান ও মশিউর রহমানসহ অনেকে। বক্তারা কুড়িগ্রাম-৩ আসনে ঘোষিত বিএনপি প্রার্থীকে পরিবর্তন করে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
বক্তাদের ভাষ্য, আব্দুল খালেক শুধু একজন সংগঠিত রাজনৈতিক নেতা নন—তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের দীর্ঘদিনের সঙ্গী। আওয়ামী রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন বা কঠিন সময়—সব পরিস্থিতিতে তিনিই তৃণমূলকে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় দ্রুত পৌঁছানো, নেতাকর্মীদের পাশে থাকা এবং মাঠ সংগঠনকে সচল রাখায় তার ভূমিকা তৃণমূলে গভীরভাবে মূল্যায়িত হয়।
তাদের অভিযোগ, ত্যাগী ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দিলে তৃণমূলে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনমত, মাঠের বাস্তবতা ও সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় তারা অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। এ দাবিতে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনাও করেন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনেও একই দাবি পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাবেক জেলা সভাপতি ও শিল্পপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকেই আব্দুল খালেকের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে নিয়মিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন।
0 Comments