কক্সবাজারের পথিকৃৎ চিকিৎসক ডা. মাহবুব কামালের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা জমিদারবাড়িতে ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন প্রফেসর ডা. মাহবুব কামাল চৌধুরী। তাঁর পিতার নাম ওয়াজেদ মিয়া চৌধুরী। বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

শুক্রবার আসরের নামাজের পর পেকুয়ার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। পরে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ বহু নাতি-নাতনি, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ডা. মাহবুব কামাল ছিলেন দেশের একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, চিকিৎসা শিক্ষক ও সমাজসেবক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন—তিনি ছিলেন কক্সবাজার জেলার প্রথম এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক।

পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রফেসর ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের নেতৃত্বও দিয়েছেন।

অবসর জীবনে তিনি চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে গেছেন। তিনি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন এবং চকরিয়ার জমজম হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাবেক প্রেসিডেন্টও ছিলেন।

মানবসেবায় তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ। অসহায় রোগীরা তাঁর কাছে এলে অনেক সময় তিনি বিনা ফি-তে চিকিৎসা দিয়েছেন। কারও যাতায়াতের খরচ না থাকলে সেটিও তিনি নিজ হাতে দিয়ে দিতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments