টেকনাফে বিশেষ ভাবে লুকানো মাদকসহ নারী আটক

মোঃ নবীর আলী, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে দেশীয় চোলাই মদসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিস নামক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।

বিজিবির K-9 দল ও নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে রাখা শুকরের মাংস ভর্তি বালতিতে ক্রমাগত ঘ্রাণ অনুভব করে মাদক থাকার উপস্থিতি শনাক্ত করে। ডগ ‘মেঘলার’ সংকেত ও যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বালতির নিচে বিশেষভাবে লুকানো ১৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক বহনকারী নারীকে গ্রেফতার করা হয়।

আটককৃত নারী হলেন হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার মৃত মংগা থুয়াই মারমার স্ত্রী নুনু মারমা (৬০)। আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে ১৩ লিটার দেশীয় চোলাই মদ ও ১৯ কেজি শুকরের মাংস।

টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মাদক পরিবহনের অভিযোগে আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments