সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম। বিশেষ মেহমান ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গিয়াস উদ্দীন নূরী। বিশেষ বক্তব্য রাখেন মাওলানা তৌহিদুল ইসলাম ফারুকী, মাওলানা হাফেজ বেলাল উদ্দিন আনছারী এবং মাওলানা মো. নাছির উদ্দিন নিজামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর শ্রমিকদলের আহ্বায়ক আমানত শাহ, সাবেক কাউন্সিলর আক্তার কামাল, নুর উদ্দিন খান কোম্পানি, দিদারুল ইসলাম, শহর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, আনিস ও ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
বার্ষিক এই সভায় মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়ন, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
0 Comments