শরীয়তপুরে জেলা বিএনপির একাংশ শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে দলের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের মহিলা কলেজ রোড থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ বলেন, শরীয়তপুরে যোগ্য, অভিজ্ঞ ও ত্যাগী নেতার অভাব নেই। সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন কালু দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কান্ডারি হিসেবে কাজ করছেন। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন—এই আসনে প্রার্থী পরিবর্তন করে কালুকে পুনরায় সুযোগ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, স্থানীয় নেতাকর্মীদের আবেগ-অভিলাষ ও মাঠের বাস্তবতা বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনরায় ভাবা জরুরি।
জেলা অটো শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বিএনপি নেতা লাভলু খান জানান, দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী পরিবর্তনের আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় শরীয়তপুর-১ আসনেও পরিবর্তন প্রয়োজন। দাবি না মানলে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।
জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মিয়া চান সরদার বলেন, “যার নেতৃত্বে আমরা ১৭ বছর রাস্তায় লড়েছি, হামলা-মামলা মোকাবিলা করেছি—সেই ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য এলাকার কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি আমরা মানতে পারি না।”
এর আগের দিন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর), একই দাবিতে জাজিরার কাজিরহাটে উপজেলা বিএনপির একাংশ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা ঘোষণার পর থেকেই স্থানীয়ভাবে বিরোধ ও প্রতিবাদের জন্ম দিয়েছে।
0 Comments