ঈদগড় বাজারে অবৈধ দখল উচ্ছেদে ইউএনও

মিজানুর রহমান, রামু: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারে দীর্ঘদিনের স্থবির যান চলাচল ও বাজারশৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত অভিযান পরিচালনা করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বাজার সড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি বউঘাটা–নতুনপাড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অভিযানের পাশাপাশি ইউএনও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈদগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান যাচাই, সরকারি বিভিন্ন সেবার কার্যক্রম ও সুবিধাভোগী সেবা পর্যালোচনাও করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম বাবুল, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নুরুল হুদা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

উচ্ছেদ অভিযানের বিষয়ে ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, “অনেক দিনের পরিকল্পনা ছিল—কীভাবে ঈদগড় বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা যায়। বাজারের আশপাশে গড়ে ওঠা অনেক অবৈধ দোকান সড়ক দখল করে রাখায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। আজকের অভিযানে এর গুরুত্বপূর্ণ অংশ উচ্ছেদ করা হয়েছে। বাজারকে নিয়মের মধ্যে আনতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের যেসব সমস্যা রয়েছে তা ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছি, কোথায় কী চ্যালেঞ্জ বা সুযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম আছে কি না তাও পর্যবেক্ষণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের পাশ দখল করে দোকান বসানোর কারণে বাজার এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসনের অভিযানের পর পথচারী ও যানবাহনের চলাচলে স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments