সী-বীচে CPR টীম: শুরু প্রশিক্ষণ!

সিবি ডেক্স: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণের আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। প্রশিক্ষণ কার্যক্রম চলছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে।

এই কর্মশালার মূল লক্ষ্য হলো পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসায়, বিশেষ করে সিপিআর (CPR) প্রদানে দক্ষ একটি বিশেষায়িত টিম গড়ে তোলা। কারণ, সাগরে সতর্কতা না মানা বা অসতর্কতার কারণে অনেক সময় পর্যটক পানিতে ডুবে যান। উদ্ধার প্রক্রিয়ায় প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর, সময়মতো দিতে পারলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।

জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ সী-বীচ গঠনের অংশ হিসেবে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এতে ১০৭ জনকে ৪টি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বীচকর্মী, লাইফগার্ড, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. আজিম খান।

Post a Comment

0 Comments