এর আগে শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে একটি ট্রলার সেন্ট মার্টিনের উত্তর সৈকতের তীরে এসে ভিড়ে। ট্রলারটিতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রোহিঙ্গারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন এবং তাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, এসব রোহিঙ্গা জানিয়েছেন—মিয়ানমারে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা পালাতে বাধ্য হয়েছেন। কেউ কেউ আগে কারাগারে ছিলেন, মুক্তি পাওয়ার পরই পালিয়ে আসার সিদ্ধান্ত নেন।
বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলেই মানবিক দৃষ্টিকোণ থেকে ও আন্তর্জাতিক সীমান্তনীতির আলোকে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments