বউ নয়, ছিল পুরুষ! রাজবাড়ীতে প্রেম-বিয়ে শেষে চাঞ্চল্য

সিবি ডেক্স: ফেসবুকে প্রেম, তারপর পরিবারের সম্মতিতে বিয়ে—সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল মাহমুদুল হাসান শান্ত ও তার স্ত্রীর দাম্পত্য জীবনে। কিন্তু মাত্র দেড় মাস পরই সেই সম্পর্ক নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর তথ্য—'সামিয়া' আসলে একজন পুরুষ!

ঘটনাটি ঘটেছে হাউলি কেউটিল গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, গত ৭ জুন ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কথিত প্রেমিকা ‘সামিয়া’ চলে আসে শান্তর বাড়িতে। এরপর স্থানীয়দের উপস্থিতিতে হয় বিয়েও।

তবে বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ ছিল অস্বাভাবিক ও রহস্যজনক। নানা অজুহাতে স্বামীকে এড়িয়ে যেতেন তিনি। কখনো বলতেন ডাক্তার ‘কাছে যাওয়া’ নিষেধ করেছেন। পরিবারে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে থাকে।

শেষ পর্যন্ত এলাকাবাসীর চোখে ধরা পড়ে চমকে দেওয়ার মতো সত্য—‘সামিয়া’ আসলে একজন পুরুষ! তার আসল নাম শাহিনুর রহমান, তিনি চট্টগ্রামের আমতলা এলাকার বাসিন্দা।

শান্ত বলেন, ‘বিয়ের পর থেকেই ও বলত ডাক্তার নিষেধ করেছে। কখনো বুঝিনি সে ছেলে।’ শান্তর মা সোহাগী বেগমও বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন ছেলে মানুষ আমাদের বউ সেজে দেড় মাস থাকল, আমরা বুঝতেই পারিনি।’

শনিবার সকালে শান্তর পরিবার তাকে (শাহিনুরকে) তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর গ্রামে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে প্রতারণা, পরিচয় গোপন এবং সামাজিক প্রতারকচক্রের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন সচেতন মহল।

Post a Comment

0 Comments