গ্রেপ্তারকৃতরা হলেন—আসমার স্বামী আবুল হোসেন হাওলাদার (৫২), পিতা মৃত ছবেদ হাওলাদার; এবং তার প্রথম স্ত্রীর কন্যা সাকিবা আক্তার মৌসুমি (২৭)।
১৭ জুন সন্ধ্যায় নিজ ঘরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আসমা বেগম নিহত হন। পরদিন ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২২ জুন প্রতিবেশী মোস্তফা হাওলাদার ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে স্বামী ও সৎ মেয়েকেও আটক করা হয়। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আসমা হত্যায় তাদের সংশ্লিষ্টতার ক্লু পাওয়া গেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলমান রয়েছে।
0 Comments