সিবি ডেক্স: চট্টগ্রামের কর্ণফুলীতে টিকটকের জন্য ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ভিডিও বানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ১২ তরুণ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে ভিডিও ধারণের সময় পুলিশ তাদের আটক করে। শনিবার আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয় জেলহাজতে।
গ্রেপ্তারকৃতরা সবাই তরুণ — বয়স ১৮-১৯ এর মধ্যে। তারা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ চালান, যেখানে নিয়মিত মজার ও অভিনয়ধর্মী ভিডিও প্রকাশ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের ভিডিওটিও ছিল তেমনই একটি বিনোদনমূলক মিছিল দৃশ্য।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “তারা সন্দেহজনক আচরণ করছিল, তাই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।”
তবে গ্রেপ্তার তরুণদের পরিবার বলছে, পুরো ঘটনা অন্যভাবে দেখা উচিত। আব্দুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, “স্লোগান দিয়ে ভিডিও বানানো কি এত বড় অপরাধ? রাতভর ছেলেদের ছাড়ানোর চেষ্টা করেও পারিনি। এটা খুবই হতাশাজনক।”
এই ঘটনা নিয়ে স্থানীয় তরুণদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ‘জয় বাংলা’ যদি অপরাধ হয়, তাহলে সেটি তো পুরো একটি ইতিহাসকেই অস্বীকার করা।
এ নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
0 Comments