সিবি ডেক্স: আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক রাজনৈতিক সংলাপ শেষে এ তথ্য জানান জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। একটি গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে শান্তির পথে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন এই প্রবীণ রাজনৈতিক নেতা।
এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে আরও ১৪টি দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দিতে চলা এই সংলাপগুলোতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে আশাবাদীভাবে দেখছেন অনেকে। অচিরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে রাজনীতির অচলাবস্থা কাটবে বলেই বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের।
0 Comments