সিবি ডেক্স: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩ জন।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আঞ্চলিকভাবে নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩২ জন ভর্তি হয়েছেন। এরপর রয়েছে ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন।
এই সময়ের মধ্যে সারাদেশে ২৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৬৯৩ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।
তবে পূর্বের বছরের চিত্র আরও ভয়াবহ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। আর ২০২৩ সালে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, তখন আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
সংক্রমণ কমলেও মৃত্যু থামছে না—এ নিয়ে বিশেষজ্ঞরা দুশ্চিন্তা প্রকাশ করছেন। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
0 Comments