চালক অনিক নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা পেশায় তিনিও একজন অটোরিকশা চালক। সেইদিন সকালে জুয়েলারি ব্যবসায়ী মরন সূত্রধর তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ভুলবশত অটোরিকশায় একটি নীল পলিথিন ব্যাগ ফেলে যান। পরবর্তীতে চা খাওয়ার সময় অনিক ব্যাগটি দেখতে পেয়ে খুলে দেখেন তার ভেতরে রয়েছে আরেকটি কালো ব্যাগ, যাতে মোড়ানো ছিল ১৫ লাখ টাকা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পাশের একজন চালক ও নিজের বাবাকে জানালে, সবাই টাকা ফেরত দেওয়ার পরামর্শ দেন। অনিক পরে কয়েকবার স্কুল এলাকায় গিয়ে টাকার মালিককে খুঁজে বের করেন এবং নিজ হাতে টাকা ফেরত দেন।
টাকার মালিক মরন সূত্রধর জানান, "ভেবেছিলাম সব শেষ, কিন্তু একজন অটোরিকশা চালকের সততায় আবার বিশ্বাস ফিরে পেলাম।" অপরদিকে অনিক বলেন, “হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না, তাই বাবার কথা শুনে মালিককে খুঁজে দিয়ে এসেছি।”
এই ঘটনা কুমিল্লার সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন অনিক।
0 Comments