১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের সাধারণ জনগণ সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে। সেই ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরতেই নির্মিত হয় ৩৫ ফুট উচ্চতার ‘অর্জন’ ম্যুরাল, যার উদ্বোধন হয় ১৯৯৯ সালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত রাকিবুল ইসলাম ও প্রিন্স আহমেদ (পলাশ) কয়েকবার চেষ্টা করেও সরাসরি ছবি মুছতে না পেরে কাঠের মাথায় কাপড় পেঁচিয়ে রং ও স্প্রে দিয়ে বঙ্গবন্ধুর মুখাবয়ব ঢেকে দেন। ম্যুরালের মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যান্য অংশ অক্ষত রাখা হয়।
ঘটনার বিষয়ে রাকিবুল ইসলাম জানান, “শেখ হাসিনার স্বৈরাচার সরকারের প্রতীকগুলো বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে। মর্ডান মোড়ের ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি সরাতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপিকে জানিয়েছিলাম, কিন্তু তারা উদ্যোগ নেয়নি। তাই আমরাই সিদ্ধান্ত নিই।”
এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে ইতিহাস বিকৃতির অপচেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটি দেখছেন রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে।
0 Comments