কক্সবাজার এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২, তদন্তে রেল কর্তৃপক্ষ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুইজন। সোমবার (১৪ জুলাই) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল এবং ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়ার দিকে আসছিল।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Post a Comment

0 Comments