চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়মে ভরা স্বাস্থ্যসেবা | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অনিয়মের চিত্র উন্মোচন করেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাবারের মান ও পরিমাণ ছিল অপ্রতুল ও নিম্নমানের। যদিও অভিযানের আগেই খাবার বিতরণ শেষ হওয়ায় আলমত সংগ্রহ সম্ভব হয়নি। অভিযানকালে অল্প পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। রোগীরা দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অসদাচরণ ও অনুপস্থিতি, এবং সেবা সংকটের অভিযোগও জানান।

এছাড়াও, বহির্বিভাগে টোকেন নেওয়ার দীর্ঘ লাইন ও গাইনি–হার্ট চিকিৎসা নিতে গিয়ে বিশৃঙ্খলা, এমনকি চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে অভিযোগ ওঠে। দুদকের পক্ষ থেকে এসব অনিয়মের প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments