সিবি ডেক্স: রাজধানীর শ্যামলীতে চাকরিজীবী শিমিয়ন ত্রিপুরার কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে টাকা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় কবির নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া কবিরের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা গেছে, গত শুক্রবার ভোরে শ্যামলী ২ নম্বর রোডে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী আসে। একজন খালি গায়ে এবং দুইজন হেলমেট পরিহিত অবস্থায় শিমিয়নের সামনে দাঁড়িয়ে চাপাতি হাতে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড এবং জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে বসবাস করেন। ঘটনার সময় তিনি সাভারের উদ্দেশ্যে ভোরে রওনা হয়েছিলেন।
পুলিশের দ্রুত অভিযানে একজন গ্রেপ্তার হলেও, পুরো চক্রকে ধরতে আরও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
0 Comments