কক্সবাজারে ঘুরতে গিয়ে অপহরণের শিকার ৩ মাদ্রাসাছাত্র, ৩০ লাখ মুক্তিপণ দাবি | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের তিন ছাত্র কক্সবাজার ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর অপহরণকারীরা তাঁদের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজারের রামুর একটি নির্জন এলাকা থেকে তিন ছাত্রকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

১৫ জুলাই সকালে মাদ্রাসা থেকে নাস্তার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় মিছবাহ উদ্দিন (১৪) ও তার দুই সহপাঠী। পরে রামুতে এক অটোরিকশাচালকের মাধ্যমে প্রতারকচক্রের খপ্পরে পড়ে তারা। প্রত্যেক ছাত্রের পরিবারকে প্রথমে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়, যা পরে দরকষাকষির মাধ্যমে ৫০ হাজার টাকায় নামিয়ে আনে অপহরণকারীরা।

মিছবাহ উদ্দিনের মায়ের করা জিডির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে র‍্যাবের সহায়তায় তিন ছাত্রকে উদ্ধার করা হয়। একজন অপহরণকারী গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উদ্ধার হওয়া ছাত্রদের একজনের বাড়ি বোর্ড বাজার, চরলক্ষ্যা এবং অন্যজন পটিয়ায়। ঘটনার বিষয়ে এখনো মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

Post a Comment

0 Comments