বুধবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ পৌর এলাকার জেলা পরিষদ মার্কেটে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান। অভিযানে ওলিড ফার্মেসি, একে ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল মার্ট, মেসার্স মিলি মেডিকেল হল, মেসার্স ফায়সাল মেডিকেল হল ও কেএন ফার্মেসিকে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান, “মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করা হলেও ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানা করা হবে।”
অভিযানে কক্সবাজার জেলার ড্রাগ সুপার কাজী মো. ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 Comments