বুধবার (১৬ জুলাই) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন কুতুবদিয়ার আজম রোডের বড়ঘোপ মেডিকেল গেইটের উত্তর পাশে এবং দক্ষিণ ধুরুংয়ের ডিঙাভাংগা এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী অফিস সূত্রে জানা যায়, যানবাহনের বৈধ লাইসেন্স না থাকা, মোটরসাইকেল চালকদের হেলমেট না পরাসহ বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে মোট ১০টি মোটরসাইকেল ও সিএনজিকে জরিমানা করা হয়।
মাঠ পর্যায়ে অভিযান পরিচালনার সময় থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
0 Comments