চকরিয়ায় ট্যুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: চকরিয়ায় ট্যুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় অবশেষে অভিযুক্ত দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, ঘটনার পরপরই চকরিয়া থানা পুলিশের একাধিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে ২৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এক যুবক ধর্ষণের দায় স্বীকার করে নেয়।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের স্বার্থে ধর্ষণকারী ও ভুক্তভোগীর পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

আজ (১৭ জুলাই) অভিযুক্তকে আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Post a Comment

0 Comments