টেকনাফে র‍্যাবের অভিযানে শফি ডাকাতের সহযোগী রুবেল গ্রেপ্তার, অস্ত্র ও গুলির বিশাল মজুদ উদ্ধার— Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর সফল অভিযানে ধরা পড়েছে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী রুবেল। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফের পশ্চিম লেদা এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

তিনি জানান, ডাকাত শফি ও তার সহযোগীরা ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। ধাওয়া করে র‍্যাব সদস্যরা শফির সহযোগী রুবেলকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে উদ্ধার করা হয় ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি কার্তুজ এবং ২টি স্মার্টফোন।

র‍্যাব জানায়, শফি ও খালেকের নেতৃত্বে এই চক্রটি পাহাড়ে অবস্থান করে দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ করে আসছে। শফির বিরুদ্ধে রয়েছে মোট ১৭টি মামলা— যার মধ্যে রয়েছে অপহরণ, হত্যা, ডাকাতি ও অস্ত্র আইন। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

ডাকাত শফি ও তার চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments