বিক্ষোভকারীরা জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম রিফাতের আহ্বানে তাৎক্ষণিকভাবে কর্মসূচিতে সাড়া দিয়ে তারা মাঠে নামেন। তাদের দাবি, গোপালগঞ্জে এনসিপি ও ‘জুলাই যোদ্ধা’দের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলা সদস্য সচিব সাগর উল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের রক্তঝরানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ব্লকেড দিয়েছি যাতে এই ঘটনার বিচার নিশ্চিত হয়।”
এদিকে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, “বিক্ষোভের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ প্রতিবাদের যৌক্তিকতা মেনে নিচ্ছেন, কেউবা জনদুর্ভোগে ক্ষুব্ধ।
0 Comments