রেমিট্যান্সে শক্তিশালী সূচনা: জুলাইয়ের ১৩ দিনে এসেছে ১১৯ কোটি ডলার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসের মাত্র ১৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা (১ ডলার = ১২১ টাকা ধরে)। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় এবার ২১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬০১ কোটি টাকা বেশি এসেছে—যা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি নির্দেশ করছে।

সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮% বেশি। জুন মাসেই এসেছে ২৮২ কোটি ডলার, যা একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। তার আগে মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার এবং মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার।

প্রবাসীদের অব্যাহত আস্থা ও ব্যাংকিং চ্যানেলের কার্যকর ব্যবস্থাপনায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

Post a Comment

0 Comments