আরাকান আর্মির হাতে ২১ জেলে আটক, মাছ-জাল লুটের অভিযোগ টেকনাফ সাগরে— Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলে আটক হয়েছে।

বুধবার বিকেলে মাছ শিকারের পর ফেরার পথে অস্ত্রের মুখে আটক করা হলেও, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলেদের সঙ্গে ট্রলার ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও মাছ লুটের অভিযোগ উঠেছে।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ সরকারি নিষেধাজ্ঞা ও খারাপ আবহাওয়ার পর সোমবার থেকে প্রায় অর্ধশতাধিক ট্রলার মাছ শিকারে সাগরে যায়।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির এই ধরনের আচরণে সাগরে মাছ ধরার পরিবেশ অনিরাপদ হয়ে উঠেছে।

গত ১১ জুন সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ১৪ জুনেও সেন্টমার্টিনের কাছে ১৫ জন জেলে আটকের ঘটনা ঘটে। এরপর সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যায়।

আরেকবার একই ঘটনা ঘটায় মৎস্যজীবীরা দুশ্চিন্তায় রয়েছেন।

Post a Comment

0 Comments